back to top
Wednesday, November 13, 2024
Homeআইন ও আদালতআন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নতুন পাঁচ প্রসিকিউটর নিয়োগ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নতুন পাঁচ প্রসিকিউটর নিয়োগ

দীপ্রশিখা প্রতিবেদন

আইন মন্ত্রণালয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউশন টিমে নতুন ক‌রে আরও পাঁচজন প্রসিকিউটর নিয়োগ দেওয়া হয়েছে। ইতিঃপূ‌র্বে পাঁচ সদ‌স্যের প্রসি‌কিউশন টিম নি‌য়োগ দি‌য়ে‌ছিল।

গতকাল ২৫ই অ‌ক্টোবর বৃহস্পতিবার রাতে আইন মন্ত্রণালয়ের সলিসিটার কার্যালয় থেকে এই নি‌য়োগ নি‌শ্চিত করা হয়ে‌ছে। উপ-সলিসিটার সানা মো. মাহরুফ হোসাইন (জিপি-পিপি) স্বাক্ষরিত এ–সংক্রান্ত নিয়োগ প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এই প্রজ্ঞাপনে বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, ১৯৭৩–এর সেকশন ৭ (১) অনুসারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা পরিচালনার জন্য পুনরাদেশ না দেওয়া পর্যন্ত পাঁচজনকে প্রসিকিউটর নিয়োগ দেওয়া হয়েছে।
নতুন নিয়োগ পাওয়া প্রসিকিউটরগণ হলেন সুপ্রিম কোর্টের আইনজীবী এস এম মঈনুল করিম ও মো. নুরে এরশাদ সিদ্দিকী যারা ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদমর্যাদার আর শাইখ মাহদী, তারেক আবদুল্লাহ, তানভীর হাসান জোহা (ডিজিটাল ফরেনসিক বিশেষজ্ঞ) সহকারী অ্যাটর্নি জেনারেল পদমর্যাদার সুযোগ-সুবিধা পা‌বেন।

এর আগে মোহাম্মদ তাজুল ইসলাম‌কে প্রধান প্রসি‌কিউটর ক‌রে মো. মিজানুল ইসলাম, গাজী মোনাওয়ার হোসাইন তামীম, বিএম সুলতান মাহমুদ,আবদুল্লাহ আল নোমান ও মো. সাইমুম রেজা তালুকদার এই পাঁচ সদ‌স্য নি‌য়োগ দেওয়া হয়।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

জনপ্রিয় খবর

সর্বশেষ কমেন্ট