অনার বাংলাদেশ নতুন বছরকে আরো আনন্দঘন করে তুলতে নিয়ে এসেছে মূল্যছাড় ও ক্যাশব্যাক অফার। পুরো জানুয়ারি মাস চলবে বিভিন্ন মডেল ও স্মার্টফোনের উপর এই অফার।
অনার বাংলাদেশ, অনার ম্যাজিক ভি২, অনার ম্যাজিক ৬ প্রো এই দুটি ফোন বর্তমানে মূল্যছাড়ের আওতায় পাওয়া যাচ্ছে, ১,৪৯,৯৯৯ টাকায় ও ১,১৪,৯৯৯ টাকায়।
অপর দিকে ক্যাশব্যাক সুবিধা থাকছে সর্বোচ্চ ২০,০০০ টাকা পর্যন্ত। ক্যাশব্যাক সুবিধার আওতায় থাকছে অনার ২০০ (১২ জিবি + ৫১২ জিবি), অনার ২০০ প্রো (১২ জিবি + ৫১২ জিবি), অনার এক্স ৯বি ৫জি এবং অনার ৮এক্সবি। অফার চলাকালীন অনার ২০০ (১২ জিবি + ৫১২ জিবি)-এর মূল্য ধরা হয়েছে ৫৯,৯৯৯ টাকা, অনার ২০০ প্রো (১২ জিবি + ৫১২ জিবি)-এর মূল্য মূল্য ধরা হয়েছে ৭৬,৯৯৯ টাকা। এছাড়া অনার এক্স ৯বি ৫জি-এর মূল্য এবং অনার ৮এক্সবি-তে ক্যাশব্যাক দিচ্ছে, ১০০০ টাকা থেকে ৫০০০ টাকা পর্যন্ত।